মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাল্টে যাচ্ছে খুলনার নগরজীবনের চিত্র

পুকুর সংরক্ষণ, ময়ূর নদ খনন, শুরু পয়ঃনিষ্কাশনের কাজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশনের আওতায় ৩১টি ওয়ার্ডে ৩১টি পুকুর সংরক্ষণ করা হবে। সেখানে থাকবে সুইমিং পুল। এর মাধ্যমে আগামী প্রজন্ম সাঁতার শেখার সুযোগ পাবে। একই সঙ্গে ময়ূর নদসহ ৮ কিলোমিটার খাল খনন করা হবে। দ্রুতই এ কাজের দরপত্র দেওয়া হচ্ছে। এর বাইরে খুলনা ওয়াসার পয়ঃনিষ্কাশন লাইনের কাজ শুরু হবে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে খুলনার নগর জীবনের চিত্র। খুলনায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত সুশাসন উন্নয়নে অংশগ্রহণ ও জনসম্পৃক্তকরণ প্রকল্প পরিচিতি সভায় এসব কথা বলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। গতকাল রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ জানান কেসিসির সার্বিক উন্নয়ন সেবায় নাগরিকদের অংশগ্রহণে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দ্য এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ‘সুশাসন উন্নয়নে অংশগ্রহণ ও জনসম্পৃক্তকরণ প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। এর আওতায় উন্নয়ন কাজে নাগরিকদের সক্রিয়করণ, সোশ্যাল অডিট ও পাবলিক সার্ভিস মনিটরিংয়ে দক্ষতা বৃদ্ধি, অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা তৈরিসহ মতবিনিময় ও সিটিজেন চার্টার স্থাপন করা হবে। সিটি মেয়র বলেন, সম্প্রতি নগরীর ড্রেনের সংস্কার কাজে অনেক বাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর কারণ বিল্ডিং কোড না মেনে ড্রেন সংলগ্ন বাড়ি নির্মাণ করা। এছাড়া নগরীর উন্নয়ন কর্মকান্ডের জন্য যেসব জমি ইতোপূর্বে অধিগ্রহণ করা হয়েছিল সেগুলোও বেদখল হয়ে গেছে। এ ব্যাপারে কথা বলতে গেলে কেসিসিকে নাগরিকদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। তিনি বলেন, নগরীতে যে হারে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তাতে এককভাবে সিটি করপোরেশনের পক্ষে তদারকি করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে নাগরিকদের সম্পৃক্ত হতে হবে।

 উন্নয়ন কাজের তদারকিতে মধ্যস্থতাকারী হিসেবে অরাজনৈতিক সংগঠন হিসেবে খুলনা নাগরিক ফোরাম সক্রিয় হলে উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর