শিরোনাম
মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

গাজীপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়ের ভবানীপুর এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে সীমানা দেয়াল তোলার অভিযোগ উঠেছে। এতে হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। চলাচলে বিঘ্ন ঘটায় স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ কতিপয় সরকারি কর্মকর্তার যোগসাজশে জনসাধারণের নিত্যদিন ব্যবহার করা শত বছরের রাস্তার ৬৭ শতাংশ জমি হামজা অ্যাপারেলস লি. নামের একটি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ওই প্রতিষ্ঠান জমির দখল নিয়ে সীমানা প্রাচীর গড়ে তোলে। অনুমোদনহীন ইমারত ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ভ্রাম্যমাণ আদালত হামজা অ্যাপারেলসকে ৫ লাখ টাকা জরিমানাও করে। কিন্তু সীমানা প্রাচীর রয়ে গেছে আগের মতোই। ভুক্তভোগীরা জানান, এ এলাকাটি শিল্পকলকারখানা সমৃদ্ধ হওয়ায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর যাতায়াতের পথ হিসেবে এ রাস্তা ব্যবহৃত হয়ে আসছে। রাস্তাটি বেহাত হওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনমনে ও হাজারো শ্রমিকের মাঝে তীব্র অসন্তোষ তৈরি হয়। স্থানীয় জনগণের চাপে চেয়ারম্যানের অপসারণ ও বিচার চেয়ে ১১ জন ইউপি সদস্যের স্বাক্ষরসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। এ ছাড়াও স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা বিভিন্ন সরকারি দফতর ও দুদকে অভিযোগ করেছেন। এর বাইরে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাৎ, পরিষদের স্বার্থ পরিপন্থী কার্যক্রম, ইউপি সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর