বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ব্যাকটেরিয়ার সংক্রমণ ও প্রজননকালীন মারামারিতে মারা গেছে ৯টি জেব্রা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিন সপ্তাহের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। ২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা যায়। এর মধ্যে চারটি নিজেদের মধ্যে মারামারি করে ইনজুরি এবং অন্য পাঁচটি ব্যাকটেরিয়া সংক্রমণের (ইনফেকশনাল ডিজিজে) কারণে মারা গেছে। নেতিবাচক পরিস্থিতির কথা ভেবে পার্ক কর্তৃপক্ষ তা জনসম্মুখে প্রকাশ করেননি। গতকাল বিকালে পার্কের ঐরাবতী বিশ্রামাগার মিলনায়তনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন এ-সংক্রান্ত গঠিত বিশেষজ্ঞ বিশেষ মেডিকেল বোর্ডের সদস্য, জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর ও চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদ উল্লাহ। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান জানান, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩১টি জেব্রা ছিল। ২ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত পার্কের আফ্রিকান কোর সাফারির জেব্রা বেষ্টনীতে পর্যায়ক্রমে মোট নয়টি জেব্রার মৃত্যু হয়। মৃত জেব্রাগুলোর ময়নাতদন্ত করা হয় এবং সেগুলোর দেহের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। সোমবার রাতে ওই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। অল্প সময়ের মধ্যে পার্কের এক তৃতীয়াংশ জেব্রার মৃত্যুর কারণ নির্ণয়ে নমুনা পরীক্ষার ফলাফল হাতে নিয়েই একটি বিশেষজ্ঞ দল গতকাল পার্কে বৈঠকে বসেন। বৈঠক শেষে বিশেষজ্ঞরা এসব রিপোর্টের আলোকে জেব্রাগুলোর মৃত্যুর কারণ ব্যাখ্যা করেন।

সর্বশেষ খবর