শিরোনাম
বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু হতে হচ্ছে। আজ শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ সারা বিশ্বে অসংক্রামক ব্যাধি ব্যপক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে হতে যাওয়া সম্মেলনের প্রথম দিন সকালের সেশনে থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিকালের সেশনে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. আধানম গেব্রিয়াসুস ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম। সোমবার এ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলন সম্পর্কে অর্গানাইজিং কমিটির মেম্বার সেক্রেটারি ডা. শামীম হায়দার তালুকদার বলেন, সম্মেলনের উদ্দেশ্য হলো নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে যারা অসংক্রামক রোগে আক্রান্ত তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা যেন সবাই পায় তার ব্যবস্থা করা।

সর্বশেষ খবর