বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বড় ক্ষতি হওয়ার আগেই পদক্ষেপ গ্রহণের আহ্বান মহিলা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আন্দোলনকারীদের বড় কোনো ক্ষতি হওয়ার আগেই উদ্ভূত সমস্যার সমাধানে দ্রুত সুষ্ঠু পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। গতকাল মহিলা পরিষদের উদ্যোগে সিলেটের শাবিপ্রবিতে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ এবং সংকট নিরসনে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে অনলাইনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্যে শাবির সৃষ্ট পরিস্থিতি উল্লেখ করে বলা হয়, ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। লিখিত বক্তব্য শেষে ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করেন সংগঠনের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল।

সর্বশেষ খবর