বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

রাজনৈতিক সংকট সমাধানে সব দলের সঙ্গে বসতে হবে : নূরুল আম্বিয়া

নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নূরুল আম্বিয়া বলেছেন, দেশে রাজনৈতিক সংকট চলছে। একমাত্র সাংবিধানিকভাবে এর সমাধান করতে হবে। এ সংকট থেকে সরকারের বেরিয়ে আসা উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা ও বসার মাধ্যমে এর সমাধান করতে হবে। ফেয়ার ইলেকশনের জন্য সব দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। সব দল অংশ না নিলে রাজনৈতিক সংকট আরও বেশি দেখা দেবে। সরকারের উচিত সব দলের সঙ্গে বসা। তিনি বলেন, ‘জেলা সম্মেলনের জন্য নোয়াখালীর প্রশাসনের কাছে আবেদন করে অনুমতি নিয়ে অতিথিদের জন্য সার্কিট হাউসে রুম বরাদ্দ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত করোনার অজুহাত দিয়ে নির্ধারিত স্থানে সম্মেলন করতে দেয়নি প্রশাসন।

এজন্য সংক্ষিপ্ত আকারে সার্কিট হাউসে প্রতিনিধি সভা করি।’ সভায় খোরশেদ আলম রাব্বানিকে জেলা সভাপতি ও এস এম রহিম উল্যাহকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন তিনি।

সর্বশেষ খবর