শিরোনাম
বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেয়ারবাজারে সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক বাড়লেও কমেছে অন্য দুই সূচক। তবে সিএসইতে সবকটি সূচক বেড়েছে। দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৭ কোটি ৪২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ২১২ কোটি ৮০ লাখ টাকা। সে হিসেবে  লেনদেন কমেছে ৯৫ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসইতে দাম বেড়েছে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। দাম কমেছে ১৬২টির। আর ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর