বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সুপরিচিত যে কোনো প্রতিষ্ঠান দিয়ে ইভ্যালির অডিট করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সম্পত্তি দেশের যে কোনো সুপরিচিত অডিট ফার্মকে দিয়ে অডিট করাতে পারবে বলে আদেশ দিয়েছে হাই কোর্ট। আদালতে গঠন করে দেওয়া পরিচালনা বোর্ডের এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে বোর্ডের পক্ষে ছিলেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন। আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন জানান, আদালতের আগের আদেশে কেপিএমজিকে দিয়ে ইভ্যালির সম্পত্তি অডিট করতে বলা হয়েছিল। বোর্ড আদালতে জানায়, এ প্রতিষ্ঠান অডিট করতে খরচ ধরেছে ৮৬ লাখ টাকা। এর থেকে কমে তারা অডিট করতে পারবে না। শুনানি শেষে আদালত বলেছে, বোর্ড যে কোনো সুপরিচিত প্রতিষ্ঠান দিয়ে অডিট করাতে পারবে। এক গ্রাহকের করা আবেদনের শুনানি নিয়ে ২২ সেপ্টেম্বর ইভ্যালির সব ধরনের সম্পদ বিক্রি এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছিল হাই কোর্ট। এরপর ১৮ অক্টোবর ইভ্যালির ব্যবস্থাপনায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বে (চেয়ারম্যান) বোর্ড গঠন করে দেয় আদালত।

সর্বশেষ খবর