বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাকেরগঞ্জ ও নলছিটির কৃষকদের মাঝে মুগডালের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে চাষিদের মাঝে বিনামূল্যে মুগডালের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এই বীজ বিতরণ করা হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে চাষকৃত গুরুত্বপূর্ণ ফল, পান, সুপারি ও ডাল ফসলের পোকামাকড় শনাক্তকরণ ও সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার প্রকল্পের উদ্যোগে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। ভাসমান কৃষি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরএআরএসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান। অনুষ্ঠানে নলছিটি ও বাকেরগঞ্জের ৩০ জন মুগচাষির মাঝে ৩ কেজি করে মোট ৯০ কেজি বারি মুগডাল-৬’র বীজ বিতরণ করা হয়। এর আগে নিরাপদ মুগডাল উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর