বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বাণিজ্য মেলা বন্ধ করে বইমেলা পেছানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ওমিক্রন বিস্তারের কারণে বাণিজ্য মেলা আপাতত বন্ধ এবং একুশে বইমেলা আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। গতকাল তিনি বলেছেন, সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কঠোর করতে সরকারকে কয়েক দফা সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বাস্তবায়নও জরুরি। শুধু নির্দেশনা দিলেই হবে না, এটার বাস্তব প্রয়োগও দরকার। বাণিজ্য মেলা চলছে, যা খোলা রাখা উচিত না। এখন এগুলোর যদি বাস্তব প্রয়োগ না হয়, তাহলে ভালো ফলাফল আসবে না। এজন্য আমরা বলেছি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ডা. মোহাম্মদ সহিদুল্লা বলেন, আমরা যে কোনো ধরনের সভা-সমাবেশ, জনসমাগম বন্ধের সুপারিশ আগে থেকেই করে আসছি। আমি মনে করি বাণিজ্য মেলা বন্ধ করে দেওয়া, বই মেলাটা আরও কিছুদিন পিছিয়ে দেওয়া উচিত। করোনাভাইরাস সংক্রমণ তো এক সময় কমবেই।

এভাবে করলে আমরা করোনাভাইরাস মোকাবিলায় ভালো করব। আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই মত পোষণ করছেন।

সর্বশেষ খবর