বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দীপু মনি বা তার পরিবার ক্ষতিপূরণ লাভের আশায় কখনো জমি কেনেননি

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. ইউসুফ গাজী বলেছেন, লক্ষ্মীপুর ইউনিয়নে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে ‘দুর্নীতি হয়েছে- দুর্নীতি চলছে’ মর্মে যে অভিযোগ যারা করছে তারা ষড়যন্ত্রমূলকভাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসাচার করছে। হাজী ইউসুফ গাজী বুধবার চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছিলেন। এর আয়োজক জেলা আওয়ামী লীগ। তবে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুপস্থিত ছিলেন। ইউসুফ গাজী জানান, সভাপতিও মিথ্যাচারে অংশ নিয়েছেন। প্রয়োজনে প্রতিকার বিধানের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হবে। ইউসুফ গাজী বলেন, দীপু মনি সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকায় গেল ১৩ বছরে সরকারি প্রকল্পের জন্য অনেক জমি অধিগ্রহণ করা হয়েছে। এসব জমির কোনোটিতেই দীপু মনি বা তার পরিবারের মালিকানা ছিল না। ক্ষতিপূরণ লাভের মতলবে তারা কখনো কোনো জমি কিনেননি। তবু শিক্ষামন্ত্রী ও তার পরিবারকে জড়িয়ে মিথ্যাচার করছে তাদের স্বরূপ উদঘাটন অতীব জরুরি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর