শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাটোরে ইভ্যালির রাসেলের বিরুদ্ধে মামলা, সমন জারি

নাটোর প্রতিনিধি

নাটোরের আদালতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ১৭ লাখ ৩৮ হাজার টাকার চেক ডিজঅনারের একটি মামলা হয়েছে। গতকাল দুপুরে সিংড়া উপজেলার ব্যবসায়ী রতন কুমার চৌধুরী বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদের আদালতে মামলাটি করেন। শুনানি শেষে আদালত সমন জারি করে ১৪ মার্চ অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। ব্যবসায়ী রতন চৌধুরী অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের জন্য ইভ্যালিকে ১০টি মোটরসাইকেল অর্ডার দেন। এজন্য ১৭ লাখ ৩৮ হাজার টাকা প্রদান করেন। কিন্তু মোটরসাইকেল সরবরাহে ব্যর্থ হয় ইভ্যালি। পরে টাকা ফেরতের জন্য চাপ দেওয়া হলে ইভ্যালির এমডি রাসেল ২০২১ সালের ২৭ জুন একটি চেক দেন। কিন্তু মিডল্যান্ড ব্যাংকের চেকটি ডিজঅনার হলে টাকা তুলতে ব্যর্থ হন তিনি। এ বিষয়ে রাসেলের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তাই মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর