শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শিল্পকলায় ‘কঞ্জুস’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘কঞ্জুস’

শিল্পকলা একাডেমিতে ঢাকা থিয়েটার মঞ্চ আয়োজিত চার দিনের নাট্যমেলায় গতকাল ছিল তৃতীয় দিন। এদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) প্রযোজিত নাটক ‘কঞ্জুস’।

ফরাসি নাট্যকার মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে তারিক আনাম খানের রূপান্তরে নাটকটির নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী।

সামাজিক কপটতা, ভন্ডামি, মিথ্যাচার, অহংকার ইত্যাদি বিষয় হাস্যরসাত্মকভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে। পুরান ঢাকার কৃপণ হায়দার আলীর ভন্ডামি ও কৃপণতাই নাটকটির মূল উপজীব্য।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউদ্দিন শিপন, রুবেল শংকর, মাসুদ সুমন, আবু বকর বকশী, ঈশিতা চাকি, খাদিজা মোস্তারি, শাহরিয়ার কামাল, প্রিয়াঙ্কা বিশ্বাস, স্বদেশ রঞ্জন দাশগুপ্ত প্রমুখ। ঢাকা থিয়েটার মঞ্চ আয়োজিত চার দিনের এ নাট্যমেলা আজ শেষ হচ্ছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর