শুক্রবার, ২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিদেশি নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার : রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে বিদেশি নিষেধাজ্ঞার যে ‘তকমা’ সরকার অর্জন করেছে- তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এই নিষেধাজ্ঞা অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব ফেলবে। গতকাল জেএসডি আয়োজিত ‘গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন : সংকটে রাষ্ট্র’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশিষ্ট রাজনীতিক মোস্তফা মহসীন মন্টু, সাইফুল হক, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া এবং শহীদউদ্দিন মাহমুদ স্বপনসহ জেএসডির কেন্দ্রীয় নেতারা ভার্চুয়ালি অংশ নেন।  গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘন প্রতিকারে আ স ম রব ৭ দফা প্রস্তাব করেন। এর মধ্যে রয়েছে- অভিযুক্তদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা। ভুক্তভোগী পরিবারবর্গের পাশে দাঁড়ানো এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর