শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতায় আনুন

সরকারকে খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ সরকারের উদ্দেশে বলেছেন, করোনা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভিতরে নিয়ে আসুন। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল পল্টনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে ইসলামী ছাত্র সংগঠন গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে। মুহাম্মদ দেলওয়ার আল হুসাইনের সভাপতিত্বে ও সাকিব সাইফির পরিচালনায় আরও বক্তব্য রাখেন তারিক বিন হাবীব, মুফতি শরাফত হোসাইন প্রমুখ।

মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নূর মুহ্ম্মাদ আজিজী, মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, মুফতি আবদুর রহীম সাঈদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর