রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্পটে রেজিস্ট্রেশন স্পটেই টিকাদান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্পটে রেজিস্ট্রেশন স্পটেই টিকাদান

নারায়ণগঞ্জে স্পটে রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিক সেখানেই করোনা টিকা দেওয়া হচ্ছে। রিকশাচালক, দিনমজুর, হকার ও ভাসমান শ্রেণির নাগরিকরা এই সুবিধা ভোগ করছেন। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। গতকাল সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জিয়া হল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শত শত রিকশাচালক রিকশা রেখে করোনা টিকা গ্রহণ করছেন। দিনমজুর, ভ্যানচালক, হকারসহ রেলস্টেশনের ভাসমানরাও এই সুবিধা ভোগ করছেন। টিকা নিয়ে শহরের রিকশাচালক আবুল মিয়া জানান, টিকা দিতে গেলে কিয়ের জানি মোবাইলে কি করত অয়, এডি পারিও না তাই করোনা টিকা আর দিতে পারি নাই। আইজকা দেখলাম টিকা দেওয়া স্যারেরা আমগো নাম নিয়া নিজেরাই মোবাইল দিয়া সব কইরা দিয়া আবার লগে লগে টিকাও দিয়া দিল। আবার পরে কবে টিকা দিমু তাও জানায় দিছে। খুবই ভালো অইছে। আমগো গরিব মানুষগুলারে এমনে সব কইরা দিলে টিকাডা সহজ অইব। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম ব্যাপারী বলেন, নবাগত ডিসি স্যারের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন হয়েছে। তার নির্দেশনা ছিল সব শ্রেণি যেন টিকার আওতায় আসে। বিশেষ করে যেসব নাগরিক করোনা টিকা অ্যাপস রেজিস্ট্রেশন, অনলাইন, কম্পিউটার ও ইন্টারনেট উন্নত প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে রয়েছে- যেমন রিকশাচালক, দিনমজুর, হকার, ভাসমান তাদের জন্য এই আয়োজন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সঙ্গে মোবাইলে আলাপকালে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী চান ধনী-গরিব সব শ্রেণিকে যেন টিকার আওতায় আনা হয়। সব নাগরিক যেন নিরাপদ থাকতে পারে, সেই চেষ্টা করছি। কারণ এখনো আমাদের দেশের অনেক নাগরিক আধুনিক প্রযুক্তি মোবাইলে করোনা রেজিস্ট্রেশন অ্যাপস ব্যবহার জানে না। তাই তারা অনেকে চাইলেও টিকা দিতে পারছে না। আমরা যদি এভাবে স্পটে করোনা টিকার রেজিস্ট্রেশন করে টিকা দিয়ে দেই তাহলে তারাও টিকা দিতে আসবে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর