রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

পরিত্যক্ত পানির বোতল ও প্লাস্টিক দিয়ে তৈরি হবে উন্নত মানের সুতা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

পরিত্যক্ত পানির বোতল ও প্লাস্টিক দিয়ে তৈরি হবে উন্নত মানের সুতা

ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় আইপি গ্লোবাল ইন্ডাস্ট্রিজে পরিত্যক্ত পানির বোতল ও প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হবে পরিবেশবান্ধব উন্নত মানের সুতা। এ সুতা দেশের স্পিনিং মিলে ব্যবহারসহ বিদেশে রপ্তানি করা হবে। এতে অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। এমনি একটি কারখানা তৈরির কাজ শুরু করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মইনুল ইসলাম খান। দ্রুতই কারখানায় উৎপাদন শুরু হবে বলে জানান কোম্পানির ম্যানেজার মো. নাজমুল হক লিটন। এতে উন্নয়নের দ্বার খুলবে ওই এলাকাসহ আশপাশের গ্রামে। জানা গেছে, ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া মহাসড়কের বড় নারায়ণপুর এলাকায় দুই বছর আগে প্রায় সাড়ে ১২ শ শতাংশ জমি কেনেন আইপি গ্লোবাল ইন্ডাস্ট্রিজের মালিক। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিজের কাগজপত্র তৈরি করেন তিনি। সম্প্রতি শুরু করেন কারখানার কাজ। এ কারখানায় প্রথমেই প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করবে। এখানে পরিত্যক্ত পানির বোতল ও প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে তা দিয়ে তৈরি করা হবে উন্নতমানের সুতা।

এ সুতা দেশের স্পিনিং মিলগুলো ব্যবহার করতে পারবে। এ ছাড়া রপ্তানি করা যাবে বিদেশে। অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। এতেই উন্নয়নের দ্বার খুলবে আমতা ইউনিয়নে।

আমতা ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানান, আইপি গ্লোবাল ইন্ডাস্ট্রিজের কারণে আমার সীমান্তবর্তী ইউনিয়নে উন্নয়নের দ্বার খুলেছে। আমরা সাধ্যমতো সহযোগিতা করছি কারখানাকে।

ম্যানেজার মো. নাজমুল হক লিটন জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় কারখানার কাজ এগিয়ে চলছে। আশা করছি আগামী ছয় মাসের মধ্যে উৎপাদন শুরু হবে। পরিবেশবান্ধব এ কারখানায় অনেক মানুষের কর্মস্থান হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর