রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সিনহা হত্যা মামলার রায় আগামীকাল

কক্সবাজার প্রতিনিধি

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। মামলার দীর্ঘ শুনানি, সাক্ষীদের জবানবন্দি, জেরা, আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ১২ জানুয়ারি মামলার রায়ের এই তারিখ নির্ধারণ করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় দেবেন। টেকনাফের মেরিনড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার সময় ২০২০ সালের ৩১ জুলাই রাতে শামলাপুর বাজারের কাছে এপিবিএন পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। হত্যাকান্ডের পর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীকে। ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশকে করা হয় দুই নম্বর আসামি। আইনের আওতায় আসা ১৫ আসামির মধ্যে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, বরখাস্ত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব ছাড়া বাকি ১২ আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, মেজর (অব.) সিনহাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে ওসি প্রদীপ পরিদর্শক লিয়াকতকে দিয়ে হত্যা করেন। তিনি জানান, এই মামলার সাক্ষীদের সাক্ষ্য, এভিডেন্স ও তথ্য-প্রমাণে প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে; আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মেজর সিনহাকে হত্যা করেছে। তাই আশা করছি, আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর