রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনা প্রতিরোধে রাজশাহীতে নতুন বিধিনিষেধ জারি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী গত রাত ৮টা থেকে রাজশাহী জেলার সব বিপণিবিতান, শপিং মল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা এসেছে। এ নির্দেশনার বিষয়ে শুক্রবার রাতে মহানগরীর কয়েকটি এলাকায় পুলিশকে মাইকিং করতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকেই রাজশাহী জেলায় করোনার সংক্রমণ ক্রমাগত হারে বাড়ছে। শুক্রবার এ জেলায় সংক্রমণ হার ছিল মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ ৭৪ দশমিক ৮৪। গত ২৪ ঘণ্টায়ও ৬০ শতাংশের বেশি করোনা শনাক্ত হয়। গতকাল শনাক্তের হার ছিল ৬৪.৫২ শতাংশ।

১৬ জানুয়ারি থেকেই রাজশাহী রেড জোনে আছে। রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, ‘সবকিছু বিবেচনায় করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর