মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নবায়নযোগ্য জ্বালানিতে প্রণোদনা অব্যাহত থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুষম উন্নয়নের জন্য জ্বালানির প্রসার অপরিহার্য। পরিবেশকে সুসংহত রেখেই উন্নয়ন করা হবে। নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যমান প্রণোদনা অব্যাহত রাখা হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে আধুনিক প্রযুক্তির সুষম বণ্টন প্রয়োজন। প্রতিমন্ত্রী গতকাল ভার্চুয়ালি সংযুক্ত থেকে জার্মান সরকারের কারিগরি সহায়তায় প্রকল্প ‘রিনিউয়েবল অ্যানার্জি এফিশিয়েন্সি প্রোগ্রাম’ এর সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে জিআইজেড জ্বালানি সচেতন সমাজ গঠনে প্রশংসনীয় অবদান রাখছে। সামগ্রিক উন্নয়নের জন্য প্রযুক্তি, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের সঙ্গে সমন্বয়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার এবং নবায়নযোগ্য জ্বালানির দক্ষতা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান এবং জার্মান রাষ্ট্রদূত আচিম ত্রোয়েস্তার সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর