বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হেউট নগর মেলায় বাহারি মাছ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হেউট নগর মেলায় বাহারি মাছ

বগুড়ার ধুনট উপজেলায় হেউট নগর (কোদলাপাড়া) গ্রামের ঐতিহ্যবাহী মেলায় মানুষের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে দলবেঁধে লোকজন মেলায় আসছেন। মেলা উপলক্ষে আশপাশের ২০ থেকে ৩০ গ্রামে চলছে উৎসবের আমেজ। গৃহস্থ ঘরে এসেছে মেয়ে-জামাই ও অতিথিরা। ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও মেলায় উঠেছে নদীতে ধরা হরেক রকম মাছ। মেলায় ৪০ কেজি ওজনের বাগাইড় মাছ স্থানীয় মেম্বার রাকিবুল ইসলাম ৭০ হাজার টাকায় কেনেন। প্রায় ২০০ বছর ধরে হেউট  নগরে (কোদলাপাড়া) মেলাটি চলে আসছে। এ ছাড়া এবারের মেলায় অন্যতম আকর্ষণ ছিল ১০ কেজি ওজনের রসে ভাসা ‘বালিশ মিষ্টি’। হেউট নগর গ্রামের আজিজার রহমান সাকিদার বলেন, কবে থেকে মেলা শুরু হয়েছিল তা সঠিক করে বলা মুশকিল। তবে লোকজনের ধারণা, প্রায় ২০০ বছর আগে থেকে প্রতি বছরের মাঘ মাসের কোনো এক বুধবারে মেলাটি বসে। মেলায় বাঙালি নদী আর যমুনার বড় বড় মাছ পাওয়া যায়। প্রায় ১০০ একর জমির ওপর বসা এক দিনের এ মেলা হয়ে উঠেছে এখন এ অঞ্চলের মানুষের মিলন মেলায়। শাহিনুর রহমান  বলেন, মেলা উপলক্ষে এক দিন আগে থেকেই সাজ সাজ রব পড়ে যায় চারদিকে। ২০ থেকে ৩০ গ্রামজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। মেলা উপলক্ষে আত্মীয়-স্বজনদের দাওয়াত খাওয়ানো এলাকার মানুষের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। মাছ-মিষ্টিসহ মেলায় আসবাবপত্র ও গৃহস্থালিসহ হরেক রকম পণ্যের পসরা বসে।

সর্বশেষ খবর