শিরোনাম
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলু চক্রান্তের শিকার, দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার মামলায় কারাগারে আটক বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলু তার ভাই আমির হোসেনের চক্রান্তের শিকার বলে দাবি করেছেন তার স্ত্রী হোসনে আরা নাজ ও মেয়ে নুসরাত লায়লা। বুলুর মুক্তিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের দালিলিক কাগজপত্র যাচাই-বাছাই করে বুলুর নাম এজাহার থেকে বাদ দেওয়ার জন্য ২০১৭ সালের ২২ জানুয়ারি একটি সার্টিফিকেট ইস্যু করে বনানী থানায় অবহিত করেছিলেন বলে উল্লেখ করেন হোসনে আরা। আমির ফুডের সঙ্গে বুলুর কোনো প্রকার সম্পৃক্ততা নেই এবং ব্যাংকে তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ বা দাবিদাওয়া নেই- এ মর্মে বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

হোসনে আরা নাজ ও নুসরাত লায়লা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনএস গ্রুপের মহাব্যবস্থাপক মোখসুদুজ্জামন, কো-অর্ডিনেটর-টু-চেয়ারম্যান ইকবাল হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন।

সর্বশেষ খবর