বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কৌশল বদলে কোচিং চলছে রাতের বেলা!

নিজস্ব প্রতিবেদক, খুলনা

দিনের বেলায় কোচিং সেন্টার চালু থাকলে প্রশাসনিক অভিযানের ভয় থাকে। এ কারণে খুলনায় কৌশল বদলে রাতের বেলায় কোচিং সেন্টার খোলা রাখা হয়েছে। কোনো ক্ষেত্রে ভোরবেলায় কোচিং সেন্টার চালু করে সকাল ৯টা-১০টার মধ্যে শেষ করা হচ্ছে। শিক্ষার্থীরা স্কুল ব্যাগের বদলে শপিং ব্যাগ বা পলিথিনে বই নিয়ে ক্লাস করতে আসছে। অভিযোগ রয়েছে, সাপ্তাহিক পরীক্ষা ও মাসিক মূল্যায়নের নামে কোচিং সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে শিক্ষার্থীদের। এদিকে করোনা পরিস্থিতিতে নির্দেশনা অমান্য করে সশরীরে কোচিং সেন্টার পরিচালনায় ১২টি কোচিং সেন্টারকে এ পর্যন্ত জরিমানা করা হয়েছে। জানা যায়, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

 কিন্তু এই নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার ও টিউটোরিয়াল স্কুলগুলোয় সশরীরে পাঠদান করা হচ্ছে।

গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ বসাক স্বাস্থ্যবিধি অমান্য করে কোচিং পরিচালনা করাসহ বিভিন্ন কারণে নয়জনকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় বাধ্যতামূলক মাস্ক পরা ও নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সর্বশেষ খবর