বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা ও চিকিৎসক

১১টি জেব্রা ও বাঘের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি মাসে ১১টি জেব্রা ও একটি বাঘ মারা যাওয়ার ঘটনায় ওই পার্কের দুই কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার পর ওই দুই পদে নতুন কর্মকর্তা যোগদান করেছেন। গতকাল সকালে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম এবং ভেটেরিনারি সার্জন পদে ডা. মোস্তাফিজুর রহমান নতুন কর্মস্থলে যোগদান করেন। তারা দায়িত্ব বুঝে নিয়ে সাফারি পার্ক এলাকা পরিদর্শন করেন ও খোঁজখবর নেন। এ সময় তারা পার্কে কর্মরতদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ দেন। বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জানুয়ারি মাসে ১১টি জেব্রা ও একটি বাঘের মৃত্যু হয়েছে। জেব্রা ও বাঘের মৃত্যুর কারণ জানতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত কাজ সঠিকভাবে করতেই এ পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে বন অধিদফতরের সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। তারা নিজ পদে বহাল থাকলে তদন্ত সুষ্ঠু হবে না।  এ ব্যাপারে গত ৩১ জানুয়ারি একটি অফিস আদেশ জারি করা হয়। ওই আদেশে তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনের স্থলে কক্সবাজারের চকোরিয়া উপজেলার ডুলাহাজরা এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানান, গত ২ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সময়ের ব্যবধানে পার্কের ৩১টি জেব্রার মধ্যে ১১টি জেব্রা পর্যায়ক্রমে মারা যায়। মারা যাওয়া জেব্রাগুলোর মধ্যে বেশির ভাগই মাদি জেব্রা।

 এ পার্কে জন্ম নেওয়া জেব্রাগুলোর মৃত্যু বেশি হয়েছে।

এদিকে গত ১২ জানুয়ারি পার্কের ১০টি বাঘের মধ্যে একটি পুরুষ বাঘ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। মৃত্যুর কারণ জানতে মৃত জেব্রা ও বাঘের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। বাঘটি এনথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য মিলেছে। জেব্রার মৃত্যু প্রতিরোধে জরুরি চিকিৎসা এবং এ ধরনের অসুস্থতার কারণ উদঘাটনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা ১০ দফা সুপারিশ দিয়েছেন। এদিকে জেব্রাগুলোর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

সর্বশেষ খবর