শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নকশাবহির্ভূত স্থাপনার বিরুদ্ধে হার্ডলাইনে কেডিএ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)। অনুমোদন নেওয়ার পর সঠিক নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করে অনেকে ইচ্ছামতো ভবন নির্মাণ করছেন। এতে একজনের ভবনের অংশ অন্যের বাড়ির ভিতরে বা সড়কের ওপর চলে গেছে। এতে জনভোগান্তি তৈরি হচ্ছে। ফলে নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা এসব ভবন মালিকের বিরুদ্ধে অভিযানে নেমেছে কেডিএ। গত এক মাসে অভিযানে ১৪টি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতেও ভবন মালিককে জরিমানা করা হয়েছে। কেডিএ কর্মকর্তারা জানান, দুই দিনের অভিযানে নগরীর সোনাডাঙ্গা ২৭ নম্বর কেডিএ অ্যাপ্রোচ রোডে পাঁচতলা ভবনের অনুমোদিত নকশার বাইরের অংশ অপসারণ করা হয়। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বাকি অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নগরীর সোনাডাঙ্গা খাঁ-বাড়ী এলাকা ইয়াসিন আলী হাওলাদারের অননুমোদিত নির্মাণাধীন ভবনে গ্রেডবিম কেটে দেওয়াসহ রড ও শাটারিং অপসারণ করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। লবণচরার জিন্নাহপাড়ার আবদুল মামুনের তিন বছর পূর্বের নির্মিত ভবনে নকশার বাইরে পেছনের পাঁচ ফুট পর্যন্ত বর্ধিত অংশের ছাদ কেটে দেওয়া হয়েছে।

কেডিএ অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান বলেন, এক মাসে ১৪টি ভবনের অননুমোদিত বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়েছে। পরিকল্পিত খুলনা গড়ে তুলতে নকশা মেনে বাড়ি নির্মাণ করা জরুরি। নকশার বাইরে ভবনের কোনো অংশ বর্ধিত করলে তা ঝুঁকিপূর্ণ ও ভোগান্তি তৈরি হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর