শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

উখিয়া এলাকা থেকে এক বছরে ২২০ জন আরসা সদস্য আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ার ১৫টি ক্যাম্প এলাকা থেকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গত এক বছরে ২২০ জন কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮৬৮ জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র, মাদক ও সোনা উদ্ধার করা হয়। গতকাল সকালে উখিয়ার কোটবাজারস্থ ১৪ এপিবিএন সদর দফতরে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সংক্রান্ত তথ্য প্রদান করেন ব্যাটালিয়ন অধিনায়ক এসপি নাইমুল হক পিপিএম। তিনি বলেন, গত এক বছরে ১৫টি ক্যাম্প এলাকা থেকে গ্রেফতারকৃত ২২০ জন কথিত আরসা সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮৬৮ জনের হেফাজত থেকে ২ লাখ ৫১ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪০ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৪৭ মিনিক্যান বিদেশি বিয়ার, দেশীয় তৈরি পাঁচ বোতল মদ, বিদেশি ৮৫০ মিলিলিটার তরল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, ১৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২০০টি বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান, এ ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে কালোবাজারের বিভিন্ন পণ্য ও ওষুধপথ্য, সোনার বারসহ ৮০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ২৬ লাখ ৩ হাজার ১২০ নগদ টাকা, ৩১ লাখ ৭৪ হাজার ৮০০ মিয়ানমার মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, পীযূষচন্দ্র দাশ, সহকারী পুলিশ সুপার ও ক্যাম্প পুলিশের ইনচার্জ ইমরানুল হক মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর