শিরোনাম
শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পাখির কলতানে ঘুম ভাঙে শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাখির কলতানে ঘুম ভাঙে শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বড় বড় গাছ, আশপাশের ছোট-বড় বাগান এবং ফল-ফলাদির গাছ পাখিদের জন্য যেন উপযোগী আবাসন। এসব গাছে নানা প্রজাতির পাখির বসবাস। পাখিদের কিচিরমিচির ডাকে প্রতিদিন ঘুম ভাঙে হলের শিক্ষার্থীদের। প্রতিদিন ভোরে পাখির কণ্ঠে সুমধুর গান শুনে ঘুম থেকে ওঠা এবং সন্ধ্যায় রুমে ফিরে পাখিদের কিচিরমিচির শব্দে যেন শিক্ষার্থীরা অভ্যস্ত হয়ে পড়েছেন। পূর্ব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হলের রুমের জানালায় এসে শালিক, চড়ুই ও ঘুঘু পাখি নানা স্বরে ডাকতে থাকে। কখনো আবার পাখিরা খাবারের খোঁজে জানালায় ঠোকরাতে থাকে। শিক্ষার্থীরাও অনেকে ঘুম থেকে উঠে তাদের খাবার দেন। অনেক সময় রুমের ভিতরে চলে আসে এসব পাখি। মনে হয় যেন পাখিদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছেন শিক্ষার্থীরা। ওই হলের সামনে এবং আশপাশে গাছপালা ও ঝোপঝাড়জুড়ে গড়ে উঠেছে পাখিদের সংসার। এদের মধ্যে আছে, চড়ুই, ঘুঘু, শালিক, বুলবুলি, কালো বুলবুলি, কাঠ-ঠোকরা, বামুন শালিক, গোবরে শালিকসহ নানা প্রজাতির পাখি। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ইশান বলেন, রুম থেকে পাখিদের খুনসুটি উপভোগ করি।

পাখিদের মিলনমেলা দেখে মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি পাখিদের এক স্বর্গরাজ্যে বসবাস করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর