শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

আরও ছয়টি সীমান্ত হাট চালুর প্রক্রিয়া চলছে : বাণিজ্যমন্ত্রী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে বেশ কয়েকটি সীমান্ত হাট হয়েছে। পর্যায়ক্রমে আরও ছয়টি চালুর প্রক্রিয়া চলছে। আমরা আরও ভালো করে ভারতের কাছাকাছি আসতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে মেলবন্ধনটা জরুরি। বর্ডার হাট চালু হলে দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি হবে। দুই দেশের রিমোট অঞ্চলের মানুষ একে অন্যের কাছে আসতে পরবে। এ হাট স্থাপনের ফলে সহজেই ভারতের পণ্যসামগ্রী এদেশের মানুষ কিনতে পারবে, এদেশের পণ্যসামগ্রীও তারা নিতে পারবে। দুই দেশের মানুষের চাহিদার পণ্যগুলোও হাটে আসবে। এতে ব্যবসায়ীরাও লাভবান হবেন। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জের ভারতীয় সীমান্ত কুরমাঘাট ও ত্রিপুরার কমলপুর এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সীমান্ত হাটের (বর্ডার হাট) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুুস শহীদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা রাজ্যের কমলপুর স্কুলে এক আলোচনা সভায় অংশ নেন।

মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কুরমাঘাট সীমান্তে ‘কমলপুর-কুরমাঘাট’ সীমান্ত  হাটের নির্মাণকাজের যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভারতের ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে এই বর্ডার হাটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ফলক উন্মোচন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর