শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

৫ ফেব্রুয়ারি দেশব্যাপী উদযাপিত হবে জাতীয় গ্রন্থাগার দিবস

সাংস্কৃতিক প্রতিবেদক

কাল ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস। ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে এদিন দেশব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনে এদিন সকাল ১১টায় জাতীয় গ্রন্থাগার প্রাঙ্গণে থাকবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে মূল আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগের গ্রন্থাগার অধিদফতরের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব জানান সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর। এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রন্থাগার অধিদফতরের মহাপরিচালক আবুবকর সিদ্দিকসহ অন্য কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে সংস্কৃতি সচিব বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস বর্তমান সরকারের শিক্ষা, সংস্কৃতি ও প্রগতিবান্ধব মননের পরিচয় বহন করে। জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গড়া, সমাজ থেকে নিরক্ষরতা ও চিন্তার পশ্চাৎপদতা দূর করা, শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবেশ সৃষ্টি, একটি সহনশীল সামাজিক ও গণতান্ত্রিক চেতনাবোধ সৃষ্টিসহ জনগণের মাঝে মানবিক মূল্যবোধের বিকাশে গ্রন্থাগার ও গ্রন্থাগার দিবসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর