শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভূমধ্যসাগরে নিহত একজনের লাশ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় প্রাণ হারানো সাত বাংলাদেশির মধ্যে একজনের লাশ দেশে পৌঁছেছে। তার নাম ইমরান হাওলাদার। গতকাল একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় এসে পৌঁছায়। রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসীকল্যাণ ডেস্ক ইমরান হাওলাদারের লাশ গ্রহণ করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ইমরান হোসেনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে তার লাশ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠা ায় বাংলাদেশের সাতজন নাগরিক মারা যান।

তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। নিহত অন্য দুজন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল। ধাপে ধাপে তাদের লাশও দেশে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর