মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

প্রতিদিন ডেস্ক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

শ্রদ্ধা নিবেদন (১) র‌্যাব (২) চট্টগ্রাম নগর আওয়ামী লীগ (৩) সিলেট জেলা আওয়ামী লীগ (৪) বরিশাল বিশ্ববিদ্যালয় (৫) বরিশাল সিটি করপোরেশন মেয়র ও (৬) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর

মায়ের ভাষা বাংলাকে রক্ষা করতে যাঁরা অকাতরে বিলিয়ে দিয়েছেন প্রাণ, সেই সাহসী সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল দেশব্যাপী জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। ভোরে প্রভাতফেরি ও সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হয়। নিজস্ব প্রতিবেদকদের পাঠানো খবর-

চট্টগ্রাম : নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে ফুল দেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চসিকের সাবেক প্রশাসক খোরশেদুল আলম সুজন প্রমুখ। সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের নেতৃত্বে শ্রদ্ধা জানায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। শ্রদ্ধা জানান নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ,  চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, পিবিআই চট্টগ্রাম মেট্রো, পিবিআই চট্টগ্রাম জেলা, ট্যুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, পিবিআই চট্টগ্রাম জেলা, পানি উন্নয়ন বোর্ড, রেলওয়ে পুলিশ, চট্টগ্রাম জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, চট্টগ্রাম কারাগার, পরিবেশ অধিদফতর, নগর যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিপিবি, বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্রমৈত্রী, বোধন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর-জেলাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, চাঁদের হাট, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সিলেট : শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, সিলেট সিটি করপোরেশন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেটের বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সিলেট জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগনের নেতা-কর্মীরা। ভোরে প্রভাতফেরি করে সম্মিলিত নাট্য পরিষদ। প্রভাতফেরিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।

রাজশাহী : প্রথম প্রহরে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা বিএনপি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রস্তাবিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি করপোরেশন কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। ভোরে রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বরিশাল : ভোর থেকে নগরীর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। এ ছাড়া বাসদ এবং কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেরেবাংলা হল, শেখ হাসিনা হল,  বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল, ২৪টি বিভাগ, ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ডিবেটিং সোসাইটি, ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও  স্বেচ্ছাসেবী সংগঠন।

রংপুর : শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ভাষাসৈনিক পরিবার, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঁইয়া, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানমসহ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, জাসদ, বাসদ (মার্কসবাদী), জাতীয় শ্রমিক লীগ, রংপুর প্রেস ক্লাব, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ভিডিও জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিটি প্রেস ক্লাব, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

রাবি : প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল আলম, প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য অধ্যাপক ড. মো. এক্রামুল হক, অধ্যাপক সৈয়দ আলী রেজা, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক এম তারেক নূর ছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁঁইয়া, রেজিস্ট্রার আতাউর রহমান ছিলেন। এরপর একে একে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্রদল, বিভিন্ন সংগঠন, পরিষদ, অনুষদ, বিভাগ, প্রেস ক্লাব, আবাসিক হলসূমহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বগুড়া : সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা বিএনপি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এককুশের প্রথম প্রহরে বগুড়া শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক মো. জিয়াউল হক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর  নেতৃত্বে জেলা পুলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের নেতৃত্বে জেলা পরিষদ, বগুড়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদ, বগুড়া চেম্বার অব কমার্স, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বামমা, জেলা জাতীয় পার্টি, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান।

সর্বশেষ খবর