মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা
রমজানের আগাম উত্তাপ

লাগামহীন পিঁয়াজের বাজার

কেজিতে বেড়েছে ১৫-২০ টাকা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

লাগামহীন পিঁয়াজের বাজার

রমজান মাস যতই ঘনিয়ে আসছে, ততই রমজান-সংশ্লিষ্ট সব নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। বিভিন্ন ধরনের চাল-তেল-ডালসহ এবার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দেশি পিঁয়াজের দামও। মাত্র কয়েক দিনের ব্যবধানে পিঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামের বিভিন্ন বাজারে এখন প্রতিকেজি পিঁয়াজ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম হঠাৎ বৃদ্ধির বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা বলেন, বর্তমানে হিলিতে ভারতীয় পিঁয়াজ না থাকায় দেশি পিঁয়াজের ওপর চাপ পড়েছে। পাশাপাশি বাজারে দেশি পিঁয়াজের সরবরাহও কম। রমজান সামনে রেখে দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও ঈদগাহ কাঁচাবাজারের পাশাপাশি চকবাজার, বহদ্দারহাট, ২ নম্বর গেট, কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজারে গত কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি দেশি পিঁয়াজ ১৫-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আসন্ন রমজানসহ চলমান বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধি পেতে পারে বলে খুচরা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন। পাশাপাশি পাহাড়তলী, খাতুনগঞ্জসহ বিভিন্ন খুচরা বাজারে দেশি রসুন ৫০-৫২, আমদানি রসুন ১২০-১২৫ ও দেশি আদা ১০০-১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রমজান যতই ঘনিয়ে আসছে, পিঁয়াজ-রসুনের বাজার ততই অস্থির হয়ে উঠছে। রমজান সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পিঁয়াজ-রসুন-আদার দাম কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চক্র রয়েছে। তারাই মূলত বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করে। এরপরও সরকার আন্তরিক এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের কঠোর মনিটরিং থাকলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে জানান তিনি।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, বাজার নিয়ন্ত্রণ করা না গেলে রমজান মাসকে সামনে রেখে পিঁয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

সর্বশেষ খবর