মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার একটি মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। ছয় বছর আগে মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. ইসহাক হাটহাজারী থানার ফটিকা এলাকার  মো. কামাল হোসেনের ছেলে। র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৃত্যুদন্ডপ্রাপ্ত মো. ইসহাক রাউজান থানার সুলতানপুর এলাকায় অবস্থান করছেন- এমন সংবাদে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ইসহাক স্বীকার করেছেন পারভিন আক্তার হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার রৌফাবাদের বাংলাদেশ কো-অপারেটিভ হাউসিং সোসাইটিতে ২০১৬ সালের ৫ মার্চ রাতে ডাকাতি করতে প্রবাসীর স্ত্রী পারভিন আক্তারের বাসায় যান চার ডাকাত। তারা আলমারির চাবি দিতে বললে পারভিন তা না দিয়ে চিৎকারের চেষ্টা করেন।

এ সময় ডাকাতরা পারভিনের মুখ চেপে ধরেন এবং মাথায় আঘাত করেন। পরে বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল, ট্যাব ও টাকা লুট করে চলে যান। পরে প্রতিবেশীরা পারভিনকে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পারভিন আক্তারের স্বামী মো. নুরুল আলম বাদী হয়ে বায়েজিদ থানায় হত্যা মামলা করেন। এরপর আসামি ইয়াসিন, মনসুর ও আবু তৈয়ব প্রকাশ রানা ও ইসহাকসহ চারজনকে মৃত্যুদন্ডের রায় দেয় আদালত। দন্ডপ্রাপ্ত মো. ইসহাক কৌশলে বিভিন্ন স্থানে দীর্ঘ ছয় বছর আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ খবর