মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নাম প্রকাশ না হলে সংশয় সন্দেহ থাকবে : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেওয়া নামগুলো প্রকাশ না হলে মানুষের মাঝে সংশয় ও সন্দেহ থেকে যাবে। এই নামগুলো প্রকাশ হলে এর বাইরে যাওয়ার সুযোগ থাকবে না। বরং নাম প্রকাশ না হলে প্রস্তাবিত নাম থাকবে নাকি বাইরে থেকে নাম অন্তর্ভুক্ত হবে তা নিয়ে সন্দেহ থেকে যাবে। তাই সার্চ কমিটির দেওয়া নামগুলো প্রকাশ করা উচিত। গতকাল সন্ধ্যায় পার্টির বনানী কার্যালয়ে মহান শহীদ দিবস উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক পার্টি আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক শেরীফা কাদেরের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। বিশেষ অতিথির বক্তবে এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, সমাজের যে স্তরেই অন্যায় হোক আমাদের প্রতিহত করতে হবে। একুশ আমাদের এটাই শিক্ষা দিয়েছে।

সর্বশেষ খবর