রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী উদযাপিত

নড়াইল প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী উদযাপিত

নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে তাঁর পৈতৃক বাড়িতে কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার দেওয়া হয়। নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচিতে অংশ নেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে শেখ মোস্তাফা কামালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রসঙ্গত, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।

তাঁর বাবা মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা মতান্তরে, জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন তিনি।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মভূমি মহিষখোলা গ্রামের নাম পরিবর্তন করে তাঁর নামানুসারে ২০০৮ সালের ১৮ মার্চ নূর মোহাম্মদ নগর করা হয়।  ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে শাহাদাত বরণ করেন তিনি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর