রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনা টিকার কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ

ফরিদপুর প্রতিনিধি

সরকারের ঘোষণা অনুযায়ী করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করতে ফরিদপুরে মাঠে নেমেছে পুলিশ। অদ্যাবধি টিকা নেয়নি এমন ব্যক্তিদের বিভিন্ন স্থান থেকে গাড়িতে তুলে স্থানীয় টিকাদান কেন্দ্রে নিয়ে যায় জেলা পুলিশের কয়েকটি টিম। ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ১ম ডোজের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করতে মাঠে নেমেছে পুলিশ। এরই অংশ হিসেবে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা, বিপণিবিতানসহ বিভিন্নস্থানে গিয়ে টিকা নেওয়ার জন্য প্রচারণা চালানো হয়। এ সময় সাধারণ জনগণকে প্রশ্ন করা হচ্ছে তারা টিকা নিয়েছেন কি না? টিকা কার্ড দেখাতে কেউ ব্যর্থ হলে কিংবা টিকা না নিলে সেই ব্যক্তিকে পুলিশের গাড়িতে তুলে ফরিদপুর জেনারেল হাসপাতালের টিকাদান কেন্দ্রে নিয়ে টিকা দেওয়া হচ্ছে। সুমন রঞ্জন সরকার আরও বলেন, করোনার ১ম ডোজ টিকা থেকে যাতে কেউ বাদ না পড়েন সেজন্য তাদের এ কার্যক্রম।

শহরের আলিমুজ্জামান ব্রিজের ওপর বসে সবজি বিক্রি করা পশ্চিম আলীপুর এলাকার শেখ সোবহান জানান, তিনি ব্যথার ভয়ে করোনার টিকা নেননি। পুলিশ তাকে জিজ্ঞেস করলে তিনি টিকা না নেওয়ার কথা বলেন। পরে পুলিশের গাড়িতে করে বেশ কয়েক জনের সঙ্গে তাকেও হাসপাতালের টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি টিকা নিয়ে ফিরেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর