শিরোনাম
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিলে বন্দরে আমদানি-রপ্তানি বাড়বে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভারতের সাতটি রাজ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিলে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানি বাড়বে। এতে দেশের অর্থনৈতিক অবস্থা বহুগুণ বৃদ্ধি পাবে। বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই বন্দরকে দেশের ও আন্তর্জাতিক চাহিদা পূরণে উন্নীত করতে হবে। চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও গবেষণা পরিষদের সভাপতি কমোডর (অব.) জোবায়ের আহমদ এমন দাবি করেছেন। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এ দাবি করা হয়। সভায় আরও বক্তব্য রাখেন মোবারক হোসেন, অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান খান, ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খান, ড. মুহাম্মদ ইদ্রিস আলী, হাজী জহুর আহমদ, সাংবাদিক অঞ্জন কুমার সেন, এম নাসিরুল হক, জসিম চৌধুরী সবুজ প্রমুখ। সভায় বন্দর উন্নয়ন সংক্রান্ত কিছু প্রস্তাবনা উত্থাপন করেন কমোডর (অব.) জোবায়ের আহমদ। এর মধ্যে রয়েছে- বর্তমানে নির্মাণাধীন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ও বে-টার্মিনাল নির্মাণ কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা।

টার্মিনালে স্বচ্ছতার মাধ্যমে জরুরি ভিত্তিতে যোগ্য ও অভিজ্ঞ টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া। কর্ণফুলী কন্টেইনার টার্মিনালের নির্মাণকাজ দ্রুততার সঙ্গে শুরু করা। কর্ণফুলী নদীর নাব্য রক্ষার্থে সদরঘাট থেকে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত খননকাজ শুরু করা। মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ দ্রুত শেষ করা অন্যতম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর