রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে হবে : গণফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছেন গণফ্রন্ট চেয়ারম্যান মো. জাকির হোসেন। তিনি বলেন, জ্বালাও পোড়াও, গুম, খুন, নির্যাতন নয়। সাম্রাজ্যবাদীরা যাতে সুযোগ না পায় সেজন্য সব মহলকে সমঝোতার মাধ্যমে গণতন্ত্র ও দেশকে রক্ষা করতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি। জাকির হোসেন বলেন, রাষ্ট্রপতি দক্ষতা, দূরদর্শিতা ও স্বচ্ছতার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ দিয়েছেন। সিইসিসহ কমিশনাররা নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করবেন বলে আশা করি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যেসব রাজনৈতিক দল ক্ষমতায় ছিল প্রায় সবাই গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি করেছেন। দুর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। আর যাতে এ ঘটনা না ঘটে এ জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর