শিরোনাম
রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

বিষ প্রয়োগে দেড় শতাধিক ঘুঘু হত্যা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে গরুর জন্য ঘাস চাষের কৃষি জমিতে বিষ প্রয়োগ করে দেড় শতাধিক ঘুঘু মেরে ফেলা হয়েছে।

জানা গেছে, এর আগে কৃষক স্বপন দেওয়ান গরুর জন্য কৃষি জমিতে কয়েকদিন পূর্বে ঘাসের বীজ বপন করলে তা ঘুঘুর দল খেয়ে ফেলে। এরপর তিনি ক্ষুব্ধ হয়ে গতকাল সকালে জমিতে বিষ প্রয়োগ করেন। হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন,  বিষ প্রয়োগ করে ঘুঘু পাখি হত্যার ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে আমি সেখানে গিয়ে ৩২টি পাখি উদ্ধার করে নিয়ে আসি। পরে নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর উপস্থিতিতে উপজেলা কৃষি অফিসের সামনের ফুল বাগানে মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন স্থানের জমি ও বাগানে আরও মৃত পাখি পড়ে আছে। সেখানে প্রায় দেড় থেকে দুই শতাধিক পাখি মারা গেছে। জানা গেছে, কৃষক স্বপন দেওয়ানের বাড়ি আলগী দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কৃষ্ণপুর গ্রামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর