সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

জেলের জালে ট্র্যাকিং ডিভাইসসহ কচ্ছপ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জেলের জালে ট্র্যাকিং ডিভাইসসহ কচ্ছপ

খুলনার দিঘলিয়ায় স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস বসানো বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ ধরা পড়েছে। -বাংলাদেশ প্রতিদিন

খুলনার দিঘলিয়ায় স্থানীয় একজন জেলের জালে বিপন্ন প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। এটির পিঠে স্যাটেলাইট ট্র্যাকিং ডিভাইস বসানো ছিল। প্রায় আট কেজি ওজনের কচ্ছপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কচ্ছপটির গতিবেগ নির্ণয়ের জন্য পিঠে ট্র্যাকিং ডিভাইস দিয়ে নদীতে ছেড়ে দেওয়া হয়। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কর্মীরা সুন্দরবন করমজল এলাকা থেকে কচ্ছপটি ছেড়ে দিয়েছিলেন। শনিবার দিঘলিয়ার আতাই নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি স্থানীয় জেলে অর্জুন বৈরাগীর জালে ধরা পড়ে। কচ্ছপটির খোলসের ওপরে ট্র্যাকিং ডিভাইস লাগানো ছিল। সেই সঙ্গে মোবাইল নম্বরসহ আরও কিছু সংকেত দেওয়া ছিল। বন কর্মকর্তারা জানান, কচ্ছপটি জালে জড়িয়ে যাওয়ায় তার পিঠে থাকা ট্র্যাকিং ডিভাইসটি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 এখন সেটি মেরামতের পর পুনরায় তাকে নদীতে ছেড়ে দেওয়া হবে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহ চৌধুরী বলেন, কচ্ছপটি স্থানীয় জেলের জালে ধরা পড়েছে এমন খবর পেয়ে সেটি উদ্ধার করে গাজিরহাট পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখা হয়। পরে শনিবার রাতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর