মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা

এনডিপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। সাধারণ মানের খাবারের চালও ৬৫-৭০ টাকা। সবচেয়ে বেশি প্রয়োজনীয় চিনি, বাচ্চাদের গুঁড়া দুধ সব কিছুর দাম অস্বাভাবিক। পিঁয়াজ, মরিচ, ভোজ্যতেলসহ মানুষের একান্ত প্রয়োজনীয় খাবারের দাম বেড়েছে। গতকাল আশুলিয়ার জিরাবোতে এনডিপির ঢাকা বিভাগীয় কমিটি ও অফিস উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন এনডিপির ভাইস-চেয়ারম্যান মজিব, ঢাকা উত্তরের সভাপতি শহিদুল ইসলাম, যুবঐক্যের ইমরুল কায়েস প্রমুখ।

আবু তাহের বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট আগামীতে রাষ্ট্রক্ষমতায় আসলে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। গ্যাস-বিদ্যুৎ পানির বিল সহনীয় পর্যায়ে থাকবে। দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। শ্রমিকদের রক্ত, ঘামে সচল এ দেশের অর্থনীতি কিন্তু আজ তারা অবহেলিত, নির্যাতিত। তাদের শ্রমের মর্যাদা ও প্রাপ্য অধিকারটুকু পায় না।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর