মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী

সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়

নিজস্ব প্রতিবেদক

সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে গতকাল ‘জাতীয় সবজি মেলা ২০২২’ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক -বাংলাদেশ প্রতিদিন

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, গত ১২ বছরে সবজির উৎপাদন বেড়েছে সাত গুণ, সবজি উৎপাদন করে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। ‘জাতীয় সবজি মেলা ২০২২’-এর উদ্বোধনকালে কৃষিমন্ত্রী এ তথ্য দেন। গতকাল ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে এ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ও   কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সবজির বিপণনে কিছুটা সমস্যা রয়েছে। পরিবহন চাঁদাবাজি,  মধ্যস্বত্বকভোগীসহ অনেক সমস্যা রয়েছে। এ সমস্যা সমাধান করতে পারলে সবজির ন্যায্যমূল্য নিশ্চিত হবে।

পরে মন্ত্রী কেআইবি অডিটরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এ সময় মন্ত্রী বলেন, সামনে রোজা আসছে। শাক-সবজির দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তবে আমি আশ্বস্ত করতে পারি, প্রাকৃতিক দুর্যোগ না হলে আমাদের সবজির যে উৎপাদন হয়েছে, তাতে রোজায় পণ্যের দাম বাড়বে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর