মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা

শত কোটি টাকার জমি উদ্ধার করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘ বছর পর বন্দরের বেহাত শত কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। এক বিঘার বেশি এ জমি অবৈধ দখলদারদের দখলে ছিল। গতকাল বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করেন। এ সময় বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, গতকাল সকাল থেকেই অভিযানে ছিলেন কর্মকর্তারা। এ সময় এক বিঘার বেশি জমি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, ২০ বছর আগে চট্টগ্রাম বন্দর থেকে জমি লিজ নেয় শেখ জোবায়ের ও জাহেদ। চট্টগ্রাম বন্দরের পাওনা টাকা পরিশোধ না করায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈরিতা তৈরি হয়। যা পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে উচ্চ আদালত মামলাটি খারিজ করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর