মঙ্গলবার, ১ মার্চ, ২০২২ ০০:০০ টা
একনজরে

পবিত্র শবেমেরাজ পালিত

নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রাতে দেশব্যাপী পবিত্র শবেমেরাজ পালিত হয়েছে। পবিত্র এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরিফ থেকে মসজিদুল আকসা ও সেখান থেকে ঊর্ধ্বালোক সাত আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত পরিভ্রমণের সৌভাগ্য লাভ করেছিলেন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করে পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে নবীজি আবার একই রাতে দুনিয়াতে ফিরে আসেন। এ কারণেই রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গতকাল রাত জেগে পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, দোয়া-দরুদ ও ইবাদত-বন্দেগির মাধ্যমে এ মহিমান্বিত রাতটি পালন করেছেন। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মাদরাসা, খানকা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিল, আলোচনা সভা, মিলাদ ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র শবেমেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘মিরাজুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর