বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

সেনাবাহিনী সরকার ও জনগণের পাশে থাকবে : সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সরকার ও জনগণের পাশে থাকবে। গতকাল কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে সেনাপ্রধান সব সেনাসদস্যকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ফায়ারিংয়ে সর্বোচ্চ দক্ষতা অর্জনের নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ২০২২ ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দলের করপোরাল মো. আবদুল আলীম প্রথম শ্রেষ্ঠ ও সৈনিক তুহিন মিয়া দ্বিতীয় ফায়ারার এবং ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া জামান শ্রেষ্ঠ মহিলা ফায়ারার নির্বাচিত হন।

সর্বশেষ খবর