বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

অনলাইনে ব্যাংক হিসাব খোলা ও করা যাবে ট্রেড লাইসেন্স

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে (ওএসএস) যুক্ত হয়েছে দুই প্রতিষ্ঠানে আরও নতুন দুটি সেবা। এখন থেকে ওএসএসের মাধ্যমে দেশে ও বিদেশ থেকে সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন ব্যাংক হিসাব খোলা যাবে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন করা যাবে অনলাইনে। ভোগান্তি ছাড়াই এই দুই প্রতিষ্ঠানের নতুন দুটি সেবা মিলবে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে।

গতকাল বিডার প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সেবা দুটির উদ্বোধন ঘোষণা করেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান বলেন, ‘সোনালী ব্যাংক ২০১৮ সাল থেকে বিডার ওয়ান স্টপ সার্ভিসের সঙ্গে যুক্ত। অনলাইনে হিসাব খোলার নতুন সেবাটি বিডার এই সার্ভিসে যুক্ত হলো। এই সেবার মাধ্যমে দেশের বাইরে প্রবাসীরাও এখন অনলাইনে সোনালী ব্যাংকে হিসাব খুলতে পারবেন। আমাদের অনেক প্রবাসী ব্যাংকে হিসাব না থাকায় রেমিট্যান্স পাঠাতে পারেন না, যার কারণে অবৈধ পথে টাকাগুলো আসে।

এখন থেকে এনআইডি কার্ড থাকলে বিদেশে বসে অতি সহজে সোনালী ব্যাংকে হিসাব খুলতে পারবেন।

সর্বশেষ খবর