শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

দুই মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক

দেশে দুই মাস পর নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্তের হার ৩ শতাংশের নিচে নেমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৫৮৪ জনের নমুনা পরীক্ষায় ৬৫৭ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২.৯১ শতাংশ। সবশেষ ৩ শতাংশের নিচে শনাক্ত হারের খবর এসেছিল ২ জানুয়ারি।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। সবাই মারা গেছেন ঢাকা বিভাগে। ঢাকা জেলায় তিনজন, গাজীপুরে একজন ও নারায়ণগঞ্জে একজন। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৬২৮ জন। মহামারির শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৫৮ জন। গত এক দিনে মৃতের মধ্যে একজন পুরুষ, চারজন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বয়স ৩১ থেকে ৯০ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা জেলাতেই শনাক্ত হয়েছেন ৩৮২ জন করোনা আক্রান্ত, যা মোট শনাক্তের ৫৮ ভাগ। আর ঢাকা বিভাগে শনাক্ত হয়েছেন ৪৪৮ জন, যা মোট শনাক্তের ৬৮ ভাগ। অবশ্য মোট নমুনা পরীক্ষার ৬৮ ভাগই হয়েছে ঢাকা বিভাগে।

সর্বশেষ খবর