শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

বেড়িবাঁধ কেটে লবণপানি তোলা বন্ধ হয়নি উপকূলে

চার দফা দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার উপকূল পাইকগাছার ২০ ও ২১ নং পোল্ডারের অভ্যন্তরে লবণপানি তুলছেন চিংড়ি চাষিরা। এতে লবণাক্ততার প্রভাবে এ অঞ্চলের কৃষি জমি ও প্রকৃতি নষ্ট হচ্ছে।

জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে প্রভাবশালীরা দেলুটি ও লতা ইউনিয়নে বেড়িবাঁধ কেটে চিংড়ি ঘেরে লবণপানি উত্তোলন করছেন। এদিকে বেড়িবাঁধ কেটে ও অবৈধ পাইপসংযোগের মাধ্যমে লবণপানি উত্তোলন বন্ধে চারদফা দাবিতে আন্দোলন শুরু করেছেন উপকূলবাসী।

গতকাল খুলনা মহানগরীর পিকচারপ্যালেস মোড়ে ২০ ও ২১ নং পোল্ডারবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, নদী ভাঙন ও লবণপানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাই কোর্ট বিগত ২০১২ সালের ১ জানুয়ারি লবণ পানি উত্তোলন করে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ নিষিদ্ধ করলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২১ সালে পাউবো ও উপজেলা প্রশাসন পোল্ডারের অভ্যন্তরে লবণপানি উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়ে মাইকিং করে এবং গত ২৩ জানুয়ারি নির্দেশনা ভাঙলে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এ সবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেড়িবাঁধে অবৈধ পাইপ সংযোগ ও সরকারি গেট-কালভার্ট ব্যবহার করে লবণ পানি উত্তোলন করা হচ্ছে।

সর্বশেষ খবর