শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

মাদক মামলায় অভিনব শাস্তি খুলনায়

পিতা-মাতার সেবাসহ আট শর্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় মাদক মামলায় অভিনব রায় ঘোষণা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম। সাজার পরিবর্তে আসামি সোহেল মোল্লাকে আটটি শর্ত দেওয়া হয়েছে। শর্তে পিতা-মাতাকে সেবা, ধূমপান না করা, বাড়ির আঙিনাসহ সড়কে গাছ লাগানো, মাদক আইনের বই পড়া, স্বেচ্ছাশ্রম ভিত্তিতে সেবামূলক কাজ করতে হবে। গতকাল এ রায় ঘোষণা করেন বিচারক। জানা যায়, ২০ গ্রাম গাঁজাসহ ২০২১ সালের মার্চ মাসে গ্রেফতার হয় ডুমুরিয়ার সোহেল মোল্লা। ঘটনা স্বীকার করে সাক্ষ্য প্রদান করে আসামি। কিন্তু আসামির বয়স কম থাকায় তাকে সংশোধনের জন্য বিচারক সাজার পরিবর্তে আটটি শর্ত আরোপ করে এ শর্ত এক বছর (প্রবেশনাল বছর) মানার কথা বলেন। প্রবেশনাল সময় শর্ত মেনে চললে তার সাজা মওকুফ করা হবে। শর্তগুলো হলো- আসামি সোহেল মোল্লা ধূমপান করতে পারবে না। মাদকবিরোধী প্রচারণায় অংশ নেবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, এ বই পড়া শেষে প্রবেশনাল কর্মকর্তাকে অবহিত করতে হবে। আসামিকে নিজ বাড়ির আঙিনায় ও তার গ্রামের মধ্যে সরকারি রাস্তায় বনজ গাছ রোপণ করতে হবে। একই সময় তার বৃদ্ধ পিতা-মাতাকে দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রবেশনাল সময় সব শর্ত না মানলে ছয় মাসের সশ্রম কারাদে  দন্ডিত হবে।

 

সর্বশেষ খবর