শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

হালদা নদী থেকে ১৮ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী এবং কর্ণফুলী নদীর মোহনার আশপাশের এলাকা থেকে অবৈধভাবে পাতানো প্রায় ১৮ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে নৌ পুলিশের অভিযানে এসব জাল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া। এর আগে গত বুধবারও একই এলাকা থেকে ১০ হাজার মিটার জাল উদ্ধার করে নৌ পুলিশ।

চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু মৎস্য হ্যারিটেজ হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। এর নিরাপত্তায় নৌ পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবারের অভিযানে প্রায় ১৮ হাজার মিটার জাল জব্দ করা হয়। অভিযানে ভবিষ্যতে এরকম জাল ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচলিত নিয়মে এগুলো ধ্বংস করা হয়। হালদা নদীর মা মাছ রক্ষা এবং ডলফিন ও জীব-বৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

সর্বশেষ খবর